‘হিরো’ লাভার সহ দেশের বাইকার দের স্বপ্ন পুরন হতে চলে এলো দেশের বাজারে Hero Karizam XMR 210 “হিরো কারিজমা এক্সএমআর ২১০সিসির” স্পোর্টস বাইক।
ভারতের বাজারে ২০০৩ সালে কারিজমা বাইকটিকে প্রথমবার বাজারে আসে। তখন থেকেই সুনামের সাথে ভারতের বাজার কাপিয়ে বেড়িয়েছে বাইকটি। হিরো বাংলাদেশ মনে করেছিলো যে এটি বাংলাদেশের বাইকার প্রেমীদের জন্য অনেক সাড়া ফেলবে সেই ধারাবাহিকতায় দেশের মাটিতে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সকালে (আইসিসিবি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে এক অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়েছে।
কারিজমা এক্সএমআর ২১০সিসির মূল্য ৪ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা। তবে প্রথম ২১০ জন ক্রেতা তাৎক্ষনিকভাবে বুকিং দিলে/ক্রয় করলে পাবেন এক লাখ টাকা ডিসকাউন্ট। অর্থাৎ প্রথম এই ২১০ জন বাইকটি কিনতে পারবেন ৩৩ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকায়।
কারিজমা এক্সএমআর স্পোর্টস বাইকটিতে রয়েছে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। সামনে পেছনে টিউবলেস টায়ার ও ডুয়েল চ্যানেল (এবিএস) এন্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকটির মাইলেজ পেতে পারেন ধারণা করা যাচ্ছে ৩৫-৩৮ সিটিতে এবং হাইওয়ে লং ড্রাইভে পাবেন ৩৮-৪০। বাইকটি ৯ হাজার ২৫০ আরপিএম-এ ২৫ দশমিক ৫বিএইচপি এবং ৭ হাজার ২৫০ আরপিএম-এ ২০ দশমিক ৪এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।