সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস

সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস

সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস । সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম সম্পর্কে আমরা জানব। সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস। মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চালানোটা খুবই গুরুত্বপূর্ণ এতে করে আপনি এবং অন্যান্য চালকরা দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে। শহরের রাস্তা মানেই ব্যস্ত রাস্তা প্রচুর যানবাহন যেহেতু যানবাহনের সংখ্যা অনেক বেশি সেহেতু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থেকে অনেক।
আমরা বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করে থাকি তাদের সবাইকেই কমবেশি ব্যস্ত রাস্তায় বাইক রাইড করতে হয়।

সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস

চলুন দেখে নেই কিভাবে প্রয়োজনীয় কিছু সর্তকতা অবলম্বন করে আপনি ব্যস্ত রাস্তায় নিরাপদে রাইড করতে পারেন।

  • বাইক চালানোর শুরুতেই হেলমেট পরিধান করুন যদি সহযাত্রী থাকে তাহলে দুজনেরই ভালো মানের সার্টিফাইড হেলমেট নিশ্চিত করুন।
  • বাইক চালানোর সময় অন্য গাড়ির চালকদের গতিবিধির দিকে খেয়াল রাখুন।
  • আপনার লুকিং গ্লাসের দিকে সব সময় নজর রাখবেন।
  • প্রয়োজন অনুযায়ী ইন্ডিকেটর লাইটের ব্যবহার করবেন এবং অন্যান্য গাড়ির ইন্ডিকেটর লাইট এর দিকেও নজর রাখবেন।
  • ট্রাফিক থামার নির্দেশ দিলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে ট্রাফিক সিগন্যাল অতিক্রম করবেন না।
  • রাস্তার একপাশ দিয়ে রাইড করবেন।
  • উল্টোপথে বা বিপরীত লেন দিয়ে কখনোই বাইক চালাবেন না এতে করে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
  • দুই গাড়ির মাঝ দিয়ে অতিক্রম করবেন না।
সিটিতে মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় নিয়ম এবং টিপস
  • ব্যস্ত রাস্তায় বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলুন।
  • রাস্তায় যানজট না থাকলেও কখনোই অতি দ্রুত চালাবেন না
  • কখনোই সামনের কোন চার চাকার গাড়িকে পিছন থেকে মাঝ বরাবর অনুসরণ করে বাইক চালাবেন না যদি অনুসরণ করতে হয় যে কোন একপাশের চাকা অনুসরণ করুন কারণ চার চাকার যানবাহন খুব সহজেই রাস্তার গর্ত এড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে পিছন থেকে মাঝ বরাবর অনুসরণ করলে গর্ত না দেখার কারণে আপনি দুর্ঘটনার শিকার হতে পারে।
  • দূরের দিকে খেয়াল রাখুন এতে আপনি হঠাৎ ব্রেক করা থেকে রেহাই পাবেন।
  • কখনোই দূরপাল্লার বাস ট্রাকের সাথে ওভারটেকিং করতে যাবেন না।
  • সব সময় রাস্তার নির্দেশনা মেনে চলুন ।
  • যানজটের কারণে ফুতপাত দিয়ে বাইক চালাবেন না ।

সিটিতে মোটরসাইকেল চালানোর টিপস। সঠিক নিয়মে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে সেজন্য উপরের নিয়মগুলো অনুসরণ করে সিটিতে বাইক চালাবেন।আসুন আমরা সবাই সচেতন ভাবে বাইক রাইড করি নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখে। প্রতিটি রাইড হোক নিরাপদ এবং আনন্দময়।

মোটরসাইকেলের প্রয়োজনীয় সব টিপস জানতে এখানে ক্লিক করুন

যুক্তহন আমাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে

Facebook Twitter Instagram YouTube