শীতে বাইক রাইড করার প্রয়োজনীয় টিপস||Winter Motorcycle Riding Tips. শীতে বাইক রাইড করার টিপস। শীতের সময় বাইক চালাতে মজাই আলাদা। তবে কারোর কাছে এটি কষ্টকর হতে পারে যদি সে সঠিক নিয়মে মোটরসাইকেল রাইড না করে। অনেকেই আমরা লং ড্রাইভ এবং প্রয়োজনের শট ড্রাইভ করতে পছন্দ করি। শীতের সকালে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম এবং মেনটেনেন্স করলে আপনার রাইডিং হবে নিরাপদ। তাই বাইক রাইডিং আনন্দময় ও নিরাপদ করতে চলুন জেনে নি কিছু প্রয়োজনীয় বিষয়।

- ভ্রমণ শুরুর আগে বাইকের ইঞ্জিন অয়েল টায়ার এবং চেইন পরীক্ষা করে নিন ।
- ব্রেক,ক্লাস লিভার, ব্যাটারি এবং লাইটস সবগুলো পুরোপুরি কাজ করছে কিনা পরীক্ষা করে নিন।
- সকালে প্রথম স্টার্ট দেওয়ার পর ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট অপেক্ষা করে গিয়ার দিন।
- বাইক চালু করার প্রথম ৪ থেকে ৫ মিনিট ৪০০০থেকে ৫০০০ আরপিএম মধ্য চালান।
- বের হওয়ার আগে যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন ওই স্থানের শীতের অবস্থা সম্পর্কে জেনে নিন।
- প্রয়োজন অনুযায়ী শীতের কাপড় সাথে নিয়ে নিন।

- বাইক রাইড এর সময় যাতে ঠান্ডা বাতাস সরাসরি বুক এবং গলায় না লাগে সেজন্য ভালোমানের জ্যাকেট পরিধান করুন।
- শীতকালে ঠান্ডা বাতাস এবং সর্দিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে ফুলফেইস হেলমেট পরিধান করুন।
- শীতের সকালে কুয়াশায় মোটরসাইকেলের হেডলাইট অন রেখে বাইক রাইড করুন।
- সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন।
- শীতের রাতে হেলমেটের ঘোলা হয়ে যাওয়া খুব বিরক্তিকর তাই আন্টি ফগ ভাইসর বা পিন লাক ভাইসর ব্যবহার করুন।
- শীতের সকালে এবং রাতে অনেক কুয়াশা থাকে ফলে রাস্তায় রাস্তায় চলাচল করে অন্যান্য যানবাহন যাতে সহজেই আপনাকে দেখতে পায় সেজন্য রিফ্লেক্টিভ জ্যাকেট ব্যবহার করুন ।
- বাইক রাইড এর সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন কিন্তু শীতের রাতে এই ব্যাপারে একটু সতর্ক থাকা জরুরি কারণ অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন হাতের আংগুল নড়াচড়া করতে সমস্যা হয় তাই আঙ্গুল গরম রাখতে ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।
- অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি জীবন পুরাটাই নষ্ট করে দিতে পারে।তাই বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন।
নিজের প্রয়োজনীয় বিষয়গুলো খেয়াল রেখে বাইক রাইডিং করুন। অসাবধানতা এবং অনিয়ন্ত্রিত বাইক রাইডিং আপনার জীবনের হুমকি স্বরূপ তাই আমরা সকলেই সাবধানতার সাথে বাইক রাইডিং করব। সঠিক নিয়মে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে সেজন্য উপরের নিয়মগুলো অনুসরণ করে বাইক চালাবেন। আমরা চাই প্রতিটি রাইডি হোক নিরাপদ।
মোটরসাইকেলের প্রয়োজনীয় সব টিপস জানতে এখানে ক্লিক করুন
যুক্তহন আমাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে